বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত তিন মাস আগে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, আফরোজা খানম নাসরিনকে যুগ্ম আহ্বায়ক ও জিয়া উদ্দিন সিকদারকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর সোমবার এই তিন নেতাকে একই পদে রেখে ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, দলের দুর্দিনের কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা দলকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে ত্যাগীরাই কমিটিতে স্থান পেয়েছে বলে জানান তিনি।#

Comments (০)
Add Comment