বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে পাস করলো ২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ২০ জন শিক্ষার্থী।

নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। তবে অকৃতকার্য কোন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পাননি।

শুক্রবার,১০মার্চ এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
এই বছর ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন।

এর মধ্যে ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন। ৭ হাজার ৩৮৬ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৫৮০ ও মেয়ে ৫ হাজার ৮০৬ জন। সাত হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 

Comments (০)
Add Comment