বরিশাল সদর নির্বাচনে চেয়ারম্যান-মো. আব্দুল মালেক , ভাইস চেয়ারম্যান-মো: জসিম উদ্দিন ও হালিমা বেগম

বরিশাল সদর উপজেলা নির্বাচন-২০২৪

স্টাফ রিপোর্টার: বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন কাপ পিরিচ মার্কা প্রার্থী মো. আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কা প্রার্থী এস এম জাকির হোসেন পেয়েছেন ১৭ হাজার ৪১৪ ভোট। আনারস মার্কা প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট। ঘোড়া মার্কা প্রার্থী মো. মাহবুবুর রহমান (মধু) পেয়েছেন ১১ হাজার ২৭০ ভোট ও দোয়াত কলম মার্কা মো. মনিরুল ইসলাম (ছবি) পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রার্থী মো: জসিম উদ্দিন ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই মার্কা প্রার্থী মো: মাহিদুর রহমান (মাহাদ) পেয়েছেন ২৪ হাজার ৩৭৩ ভোট। টিউবওয়েল মার্কা প্রার্থী মো: হাদিস মীর পেয়েছেন ৮ হাজার ৯১৬ ভোট। উড়োজাহাজ মার্কা প্রার্থী শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ পেয়েছেন ৫ হাজার ৪৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রার্থী মোসাম্মৎ হালিমা বেগম পেয়েছেন ৪১ হাজার ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পর্যায় হাঁস মার্কা প্রার্থী নেহার বেগম ১৬ হাজার ২৮৮ ভোট। ফুটবল মার্কা প্রার্থী মারিয়া আক্তার পেয়েছেন ১৬ হাজার ২৮৮ ভোট।

বরিশাল সদর নির্বাচনে চেয়ারম্যান-মো. আব্দুল মালেকভাইস চেয়ারম্যান-মো: জসিম উদ্দিন ও হালিমা বেগম
Comments (০)
Add Comment