নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল’ উৎসব পালিত হয়েছে। নগরির শ্রীশ্রী শংকর মঠ সহ বিভিন্ন মন্দিরে এ উৎসব পালন করা হয় ।
শনিবার (১৫ মার্চ) সকালে মন্দিরগুলোতে আবির মাখিয়ে দোল উৎসব পালন করেন। এ উপলক্ষ্যে আবির রঙে রাঙিয়ে হোলি খেলায় মেতে উঠে সনাতন ধর্মের তরুণ-তরুণীসহ নানান বয়সের নারী পুরুষ।দেখা গেছে, একে-অপরে আবিরের রং মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
এছাড়া উৎসব উপলক্ষ্যে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজনও করা হয় বলে জানা গেছে।উৎসব উপলক্ষ্যে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেছেন।
পূজা ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করেন ভক্তরা।দোলযাত্রা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে বরিশাল শহরে।