বরিশাল সিটি নির্বাচনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে তিন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪ প্রার্থী।

এদের মধ্যে একজন মেয়র প্রার্থী, ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। শুক্রবার এই তথ্য জানিয়েছেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির।

তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৬ মে মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। তবে এ দিনই অফিস চলাকালীন সময়ের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ১৮ মে মনোনয়ন বাছাই ও ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের।

২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি ও ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়রসহ ৩ ক্যাটাগরিতে ৩০টি ওয়ার্ডে ২ শতাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ১০ জন সহকারী রিটার্নিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের প্রত্যেকে ৩টি সাধারণ এবং একটি সংরক্ষিত ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।

Comments (০)
Add Comment