নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই স্লোগান নিয়ে ৬অক্টোবর,রবিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ,বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।