নিজস্ব প্রতিবেদকঃ
জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতের দাবিতে প্রান্তজন, ক্লিন, বিডব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০এপ্রিল,বুধবার দুপুরে নগরীর সদর রোডস্থ সার্কিট হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত কর্মসূচি হয়।
এসময় শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে অদূরদর্শী নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরনো অবকাঠামোগত সমস্যা দূরের দাবি জানান বক্তারা। এছাড়াও অনুমোদন প্রক্রিয়া সহজতর করাসহ উচ্চ বিনিয়োগে ঝুঁকি হ্রাসের দাবি জানান হয়।
এসময় বক্তৃতা দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের সদস্য আকতারুজ্জামান, আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয়ের মুখে বরিশালের কৃষক-জেলে সম্প্রদায়ের বেঁচে থাকাই এখন চ্যালেঞ্জ। নবায়নযোগ্য শক্তি আমাদের জন্য আশার আলো। তাই এ দাবিকে রাজনৈতিক অঙ্গীকারে রূপান্তর করতে হবে। এই আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ইতিমধ্যে গড়ে উঠেছে জোট ‘সবুজ বাংলাদেশ জোট’। জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে থাকা আমাদের মতো কমিউনিটির জন্য নবায়নযোগ্য শক্তি টিকে থাকার প্রধান হাতিয়ার।
এখনই সময় বাধাগুলো দূর করে সত্যিকারের টেকসই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার। তাই অবিলম্বে নবায়নযোগ্য প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন করতে হবে। স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ করতে হবে। জাতীয় বিদ্যুৎ খাতের বাজেটে কমপক্ষে ২০% নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ করা জরুরী।
দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ; নবায়নযোগ্য প্রযুক্তির ওপর আমদানি শুল্ক কমাতে হবে। এছাড়া ট্যারিফ শর্ত বাতিল এবং বিদ্যুৎ নেই, বিল নেই -নীতি বাস্তবায়ন করতে হবে।