বাংলাদেশ বোলারদের প্রশংসায় ভাসালেন স্যান্টনার

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কদিন আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে প্রথমবারের মত কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা।

এরপর আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও লাল-সবুজের দলের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। আর সেই হাতছানিকেই বাস্তবে রূপান্তরিত করেছে টিম টাইগার্স। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে জয়ের স্বাদ পেল টাইগাররা। সেই সঙ্গে তাসমান পাড়ের দেশটিতে তিন ফরম্যাটে জয়ের অপেক্ষা ফুরাল দলটির। এদিকে বংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর ব্যাটারদের দোষ দিলে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার।

ম্যাচ শেষে কিউই অধিনায়ক বলেছেন, ‘তাদের বোলাররা যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল। আমার মনে হয়, এখানে আমাদের ১৫০-১৬০ রান করার প্রয়োজন ছিল। আমরা বোলিংয়ে ভালো করে ম্যাচটা জমানোর চেষ্টা করেছিলাম। তবে ব্যাটিংয়ে আমাদের পাওয়ারপ্লেটা খুবই বাজে গিয়েছে।’

তবে হারলেও এভাবে ব্যাটারদের ফেরাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন স্যান্টনার, ‘কিছু ইতিবাচক দিক তো আছে। ব্যাটিংয়ে শেষ দিকে ফিরে আসাটা ভালো ছিল। নিশাম দারুণ খেলেছে পরিস্থিতি অনুযায়ী। বোলিংয়েও আমরা ভালো করেছি বলে মনে হয়। সিয়ার্স বেশ ভালো ছিল বল হাতে, টিম সাউদি এবং অ্যাডাম যেমনটা করে আসছে অনেক দিন ধরে।’

বাংলাদেশের এই ভেন্যুই নিয়ে স্যান্টনার বলেন, ‘বাংলাদেশ নেপিয়ার ভালোবাসে। তারা যেই লেন্থে বল করছে তাতে ক্রস ব্যাটে খেলাটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য।’ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইয়ে। সেই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চান স্যান্টনার, ‘মাউন্ট (মঙ্গানুইয়ে) ভিন্ন কন্ডিশনে, ভিন্ন পিচে হয়তো ভিন্ন কিছুও হতে পারে। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেই ঘুরে দাঁড়াতে হবে।’

Comments (০)
Add Comment