বাকসু নির্বাচনের দাবিতে অনশনে শিক্ষার্থীরা, অধ্যক্ষের আশ্বাসে স্থগিত!

স্টাফ রিপোর্টার: বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলমান অনশন ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাতে বিএম কলেজ অধ্যক্ষের আশ্বাসে তারা অনশন কর্মসূচি স্থগিত করেন। এসময় শিক্ষার্থীদের ডাবের পানি ও জুস খাইয়ে অনশন ভাঙয়ান।

তিন শিক্ষার্থী রবিবার দুপুর থেকে অনশন শুরু করেন। তাদের দাবি ছিল, দ্রুত বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে হবে। অধ্যক্ষ ড. শেখ মো: তাজুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করবার পর আগামী ডিসেম্বরে ১৫ তারিখ বাকসু নির্বাচন করবার আশ্বাস দেন।

অধ্যক্ষের এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা অনশন ভাঙেন এবং কলেজ ক্যাম্পাসে ফেরে আনন্দ পরিবেশ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা অধ্যক্ষ স্যারের আশ্বাসে আপাতত অনশন ভেঙেছি। তবে দ্রুত নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি এখন থেকেই নেয়া শুরু করতে হবে কলেজ প্রশাসনের।”

কলেজ প্রশাসন জানায়, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি ইতিবাচকভাবে আমরা দেখছি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী ডিসেম্বরের ১৫ তারিখ বিএম কলেজে বাকসু নির্বাচন হবে।

প্রায় চারদিন ধরে চলা এ অনশনে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত।

নগরজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আশা করছেন, অধ্যক্ষের আশ্বাস এবার বাস্তব রূপ পাবে, এবং এ নির্বাচনের দ্বারা বিএম কলেজে গণতান্ত্রিক নেতৃত্ব ফিরবে।

অধ্যক্ষের আশ্বাসে স্থগিত!বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীর অনশন
Comments (০)
Add Comment