বাকেরগঞ্জে অটোচালককে মারধরের পর টাকা ও মোবাইল ছিনতাই

 স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ বাদলপাড়া খাকবুনিয়া এলাকায় অটোরিক্সা চালক আ. রহিম খলিফা কে বেদম মারধর করে তার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার (২৮ এপ্রিল)  সন্ধ্যা ৭টার দিকে গোমা থেকে অটো নিয়ে ফেরার পথে মকিমাবাদ বাজারের দক্ষিণ পাশে নির্জন রাস্তায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত চালককে বরিশাল শেবাচিম হাসপাতালের পুরুষ সার্জারী বিভাগে ভর্তি করে।
আহত সূত্রে জানা গেছে, টাকা ও মোবাইল দিতে প্রথমে অস্বীকৃতি জানালে অটোচালক রহিম কে মারধর করে। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা ১২ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইকারীর মধ্যে দক্ষিণ বাদলপাড়া খাকবুনিয়া এলাকার দিলু মোল্লার ছেলে সোহেল (২৫) ও তার বড়ভাই নান্নু (২৮) ছিল বলে রহিম জানায়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতর স্বজনরা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments (০)
Add Comment