বরিশাল,বাকেরগঞ্জ:বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কলেজেই শেষ হয়।
মিছিল পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে সমাবেশ স্থল মহাসমাবেশে পরিনত হয়।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন,বাকেরগঞ্জ,সাবেক কলসকাঠী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার,উপজেলা বিএনপি নেতা এডভোকেট মতিউর রহমান মোল্লা,বরিশাল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রত্তন বিশ্বাস প্রমুখ
বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।
তারা আরও বলেন,বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।