বাকেরগঞ্জে বিভিন্ন মুদি দোকানে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জে সরকারী বিধি না মানা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রি পাওয়ায় ও পণ্যের দাম বেশী নেওয়ায় বিভিন্ন মুদি মনোহরী ও পাইকারী চালের দোকানীকে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বাকেরগঞ্জের পৌরসভা ও বোয়ালিয়া বাজারে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হক।

ভ্রাম্যমান আদালত প্যাদা স্টোর ২০ হাজার, ফকির স্টোর ২০ হাজার, নির্মল স্টোর ২০ হাজার, বশির স্টোর ২০ হাজার,আফজাল স্টোর ৫ হাজার, খোকন স্টোর ৫ হাজার, ভাই ভাই স্টোর ৫ হাজার হাজার বিসমিল্লাহ স্টোর ৫ হাজার ও জয় মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইজাজুল হক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নির্দেশনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Comments (০)
Add Comment