বাকেরগঞ্জে ভোটের মাঠে হতাশ হয়ে ওসি-ইউএনও প্রত্যাহার চাইলেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সহ বাকেরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল-৬ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মোঃ কামরুল ইসলাম খান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিকে বাকেরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, প্রার্থী কামরুল ইসলাম এসব বলছেন মূলত ভোটের মাঠে হতাশ হয়ে। কেননা বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ এলাকায় এখনো কামরুল ইসলামকে অনেকেই চিনেননা। এ সময় আওয়ামী ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে পরিচিত তিনি। তবে নিজ এলাকা চরামদ্দিতে দু’একটি উন্নয়ন প্রকল্পে অবদান রাখায় সেখানে কিছু ভোট রয়েছে। অন্যান্য এলাকায় তার ভোট তো দুরের কথা অনেক জায়গায় তার এজেন্ট দেওয়ার মত লোকও নেই। এসব হতাশা থেকেই মূলত তিনি সংবাদ সম্মেলন করে প্রশাসনের কর্মকর্তাদের উপর দোষারোপ চাপাতে চাচ্ছেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রার্থী দাবি তুলতেই পারে এটা তার বিষয়।

Comments (০)
Add Comment