ডেস্ক নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
১৭ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বুকভরা আশা নিয়ে ইসলামপন্থীদের ভোট একবাক্সে জন্য নিরলস ভাবে প্রচেষ্টা করেছেন। কিন্তু স্বার্থান্বেষী একটি মহল কৌশলে ইসলামী আন্দোলন কে বেকায়দায় ফেলার জন্য যখন সচেষ্ট হয়, ইসলামী আদর্শ বিসর্জন দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন উদগ্রীব হয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের থেকে আলাদ হয়ে একক নির্বাচনের প্রস্তুতি নেয়। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে ওঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা-আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। তাই আগামী নির্বাচনে মানুষের পাশে থেকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি মাঠে ছিলাম, মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ্।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে অনেক দল যখন লুটপাটে ব্যস্ত হয়ে পরে, ঠিক তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। তাই আগামী নির্বাচনে ক্ষুধা, দারিদ্র্য ও পার্সেন্টিসমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বরিশাল-৩ আসনের একজন প্রার্থী হিসেবে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা তিনি কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফুদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ্, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সাবেক সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।