নিজস্ব প্রতিবেদকঃ সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) আবাসন সংকট নিরসনসহ ১২ দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই কর্মসূচি হয়।
দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী এই কলেজের দীর্ঘদিনের সংকট দূর করে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা।
বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা দেন, সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অর্নব রায়, কার্যকরী সদস্য কাজী মারজান, আসিফ মাহমুদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সেশন ফি-এর পূর্ণাঙ্গ রশিদে যে টাকার অংক দেখা যাচ্ছে তার স্বচ্ছতা নেই। পরিবহন খাতের জন্য প্রতিবছর যে টাকা শিক্ষার্থীদের থেকে উত্তোলন করা হয় তা দিয়ে প্রতিবছর নতুন বাস কেনা যায়। কিন্তু আমরা দেখতে পাই গাদাগাদি করে ঝুঁকিপূর্ণ অবস্থায় মাত্র তিনটি রুটে বাস চলাচল করছে। দীর্ঘদিন ধরে কলেজ অডিটোরিয়াম বন্ধ এবং চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও কোনো চিকিৎসক নিয়মিত বসেন না। লাইব্রেরিতে হাজারো বই অযত্নে নষ্ট হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা নানান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের হতাশ করেছে। অভ্যুত্থান পরবর্তী যে সরকার তারাও ওই একই পথে হাঁটছে। নতুন কলেজ প্রশাসনের কাছে আমরা আশা করছিলাম তারা সংবেদনশীলতার সঙ্গে এই সংকটগুলো দ্রুত সমাধানে উদ্যোগী হবেন কিন্তু তারা হন নি। ফলে আগামী দিনে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো কঠোর আন্দোলনের মধ্যদিয়ে আদায়ে বাধ্য হবে।