বিসিসির নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধা

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড চৌমাথা কাজীপাড়া সড়কে সিটি করপোরেশন দোকান উচ্ছেদ অভিযান চালাতে গেলে এলাকাবাসীর বাধার সম্মুখীন হয়। এসময় দোকান মালিকসহ এলাকাবাসী নোটিশ না দিয়ে উচ্ছেদ চালানোর বিরুদ্ধে মানববন্ধন করে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় চৌমাথা কাজীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

এসময় দোকান মালিকসহ স্থানীয়দের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিএনপি মহানগর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।

এসময় দোকান মালিক আব্দুল মালেক হাওলাদার বলেন, আমাদের পনেরো টি দোকান আমরা ৩০ থেকে ৩৫ বছর ধরে পরিচালনা করে আসছি। আমাদের সেই দোকান আজ সিটি করপোরেশন অবৈধ বলে পূর্বে নোটিশ ছাড়াই দোকান উচ্ছেদ করতে বুলডোজার নিয়ে আসছে। আজ আমাদের দোকান উচ্ছেদ করতে হলে আগে আমাদের পূর্নবাসন করে তবেই উচ্ছেদ করতে হবে। নয়তো আমাদের উপর দিয়ে গিয়ে এ অভিযান চালাতে হবে সিটি করপোরেশনের।

মানববন্ধনে সংহতি জানিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, প্রতিটি উচ্ছেদের একটি নিয়ম রয়েছে। আর সেই নিয়ম বহির্ভূত কার্যক্রম এখানে বরিশাল সিটি করপোরেশন করছে বলে আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ী দোকানীদের পাশে এসে দাঁড়িয়েছি। গলির মধ্যে পাঁচ ছয় ফুট ভিতরে দোকান যেখানে সড়ক ১৫ ফুট রয়েছে। অথচ সিটি করপোরেশন বলছে তাদের সড়কের ভিতর দোকান। এখানে এক পক্ষ কে উচ্ছেদ করে অন্য পক্ষ চাঁদাবাজ কে পূর্নবাসনের পায়তারা করছে কিনা আমাদের মাঝে প্রশ্ন রয়েছে। এখন ৩০ থেকে ৪০ বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করে পরিবার পরিচালনা করে আসছে তারা। আর সেই দোকানপাট আজ পূর্নবাসন না করেই উচ্ছেদ অভিযান করতে চাচ্ছে কর্তৃপক্ষ। আমরা বলতে চাই এ পরিবার গুলো কোনো অবৈধ ব্যবসা করছে না এখানে। তাই তাদের উচ্ছেদ করতে হলে পূর্বে এ দোকান মালিকদের পূর্নবাসন করতে হবে। তা না করা পর্যন্ত এ উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করছি।

বিএনপি মহানগর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আমাদের এখানে পনেরো টি দোকান রয়েছে যা ৫ জুলাই এর গণঅভ্যুত্থানের পর থেকে একটি চক্র বারবার সিটি করপোরেশনে আবেদনের মাধ্যমে চেষ্টা করছে এ দোকান গুলো উচ্ছেদ করবার জন্য। আমি সিটি করপোরেশনের রেজাউল বারী উনার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা সড়কের উপর দোকান থাকলে উচ্ছেদ করবো। এটা উদ্দেশ্য প্রণীত বলে মনে করছি। কারণ এ সড়কের মাথা থেকে না শুরু করে মাঝামাঝি থেকে তার অভিযান পরিচালনা করতে চাচ্ছে। তারা কেন ওই ১৫ টি দোকানের গরীব মানুষ গুলোর পেটে লাথি মারার চেষ্টা করতেছে। আমাদের কথা একটাই যদি এদেরকে উচ্ছেদ করতেই হয় তবে অবশ্যই পূর্নবাসন করে উচ্ছেদ করতে হবে।

এ বিষয় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

তবে স্থানীয় জনসাধারনের বাধারমুখে উচ্ছেদ অভিযান না করেই ফিরে যায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বিসিসির নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধামানববন্ধন অনুষ্ঠিত
Comments (০)
Add Comment