বিসিসি নামে স্যোসাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থআত্মসাত: যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: স্যোসাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাওহীদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার দিনগত রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নামে স্যোসাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছিলো তাওহীদ (২২)।

সোমবার (১০ জুন) নগরীর কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

এর আগে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিসিসির জনসংযোগ কর্মকর্তা একটি মামলা দায়ের করেছিলেন। গ্রেফতার তাওহীদ ময়মনসিংহ জেলার খাটিপারা এলাকার নায়েব আলির ছেলে।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো ব্যবহার করে বিসিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই যুবক। সেই বিজ্ঞপ্তি দেখে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ রোমেল।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাকে গ্রেফতারের সময় মোবাইল ব্যাংকিংয়ে এক লাখ টাকা পাওয়া গেছে

Comments (০)
Add Comment