বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটি কপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছে।
১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে হাতপাখা প্রতীকের হয়ে মেয়র পদে লড়বেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

 

বৃহস্পতিবার দুপুরে চরমোনাই মাদরাসা অডিটরিয়ামে প্রার্থীর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

চরমোনাই পীর বলেন, বিগত নির্বাচনে কিভাবে নির্বাচিত হয়েছে আমাদের জানা আছে। নির্বাচিত হওয়ার পরে কিভাবে দায়িত্ব পালন করেছে তা সবাই দেখেছে। এই অবস্থায় সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রার্থী দেওয়া হয়েছে।

মেয়র প্রার্থী ফয়জুল করিম বলেন, আমি মেয়র না জনগণের খাদেম হতে চাই। এসময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সিটি নির্বাচনে যদি কেউ অন্যায়ভাবে দখল করতে চাইলে বরিশাল থেকে ক্ষমতার মসনদ কাঁপানো হবে।

Comments (০)
Add Comment