ব‌রিশা‌লে তিন শো রুম‌কে জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নিদিষ্ট মূল্যের চেয়ে বেশি মূল্য লিখে তার উপর মূল্য হ্রাস বিজ্ঞাপন দেওয়ার অপরাধে পৃথক ৩টি ইলেক্ট্রনিকস শোরুম কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউ‌দ্দিন জাহাঙ্গীর সড়ক ও গীর্জা মহল্লা এলাকায় অভিযান চালানো হয়। এসময় নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি মূল্য লিখে তার উপর মূল্য হ্রাস বিজ্ঞাপন দেওয়ার অপরাধে স্যামসাং শোরুম কে ৫০ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সিঙ্গার শোরুমকে ২০ হাজার এবং এলজি বাটার ফ্লাই শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে অংশ নেয় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অ‌ভিযা‌নের বিষয়‌টি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া নি‌শ্চিত ক‌রে‌ছেন।
এছাড়া সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এ সময় জনগণের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
Comments (০)
Add Comment