ডেস্ক নিউজঃ বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।
সোমবার বিকেলে বরিশাল নগরির ২৭ নং ওয়ার্ড সোনামিয়ার পুল এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
শায়খে চরমোনাই বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।”
গণসংযোগকালে মুফতী ফয়জুল করীম, স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।