যথাযথ মর্যাদায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এই স্লোগান নিয়ে  যথাযথ মর্যাদায় বরিশাল জেলা প্রশাসন আয়োজনে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

রবিবার, ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয় ।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

Comments (০)
Add Comment