“যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে”- আইজিপি আবদুল্লাহ আল-মামুন।

 নিজস্ব প্রতিবেদকঃ  আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।  ১৫ মার্চ ,বুধবার বরিশাল সফরকালে বিএমপি পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একদিনের ঝটিকা সফরে বরিশালে আসেন তিনি। প্রথমে পটুয়াখালী জেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল এসে পৌছলে নগরীর চাদঁমারী পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, এরপরে বিএমপি পুলিশ লাইন্স পরিদর্শনে যান তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নির্মাণাধীন পুলিশ লাইন্স পরিদর্শন ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের নীতিতে পুলিশ কাজ করে, আমাদের পুলিশের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে তাই দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে পুলিশ বাহিনী আজ এ পর্যায়ে এসেছে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে আমি আশা করি, আগামী দিনেও বাংলাদেশ পুলিশ সেবার ব্রত নিয়ে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, বিপিএম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান এড.একেএম জাহাঙ্গির,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ
Comments (০)
Add Comment