মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আমজাদ হোসেন তাজু সিন্দুর্ণা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত লোকমান হোসেনের ছেলে ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১ আসনে ড্যামী প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় হাতীবান্ধা কৃষি ব্যাংকের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার শিকার হন আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আব্দুর রহিম। এ ঘটনায় তিনি ৪৫ জনকে আসামি করে মামলা করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেন তাজুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।