লালমনিরহাটে শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির উদ্বোধন

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ হাতে নিয়েছেন তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে লালমনিরহাট জেলার ১৮৯টি ওয়ার্ডে মোট ২১০টি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের তেলিটারি গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রথম শিশু বিকাশ একাডেমির উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ নিজেই ফিতা কেটে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে শিহাব আহমেদ বলেন, শিশু বিকাশ একাডেমি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, বরং উন্নত মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণে সমৃদ্ধ হয়ে বেড়ে উঠবে। আমার স্বপ্ন প্রতিটি শিশু যেন ভবিষ্যতে দেশের যোগ্য, সচেতন ও নৈতিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

Comments (০)
Add Comment