লালমোহনে মাদ্রাসার ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাফিন (১১) নামের ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(১৪ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে উপজেলার দেবিরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ছাদে এ ঘটনা ঘটে।

রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকায়র মোঃ রোমান এর ছেলে। সে এই এলাকার দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলতে গিয়ে অসাবধানতাবশত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায়।এতে ঘটনাস্থলে মারা যায়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসছি। নিহত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে ৫ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিক্ষার্থীর রাফিনের এ মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর, তার সহপাঠী ও পরিবারের মাঝে শোকের মাতম।

Comments (০)
Add Comment