শাপলা চত্ত্বরে গনহত্যার বিচারের দাবিতে বরিশালে ছাত্র শিবিরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্ত্বরে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত গনহত্যার বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহনগর।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর টাউন হল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।

সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ ই মে বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্টতম গনহত্যা সংগঠিত হয়েছে। এদেশের নিরপরাধ নিরস্ত্র ইসলাম প্রিয় জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো দিন হলো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী। এই দিন ভারতীয় আধিপত্যবাদের প্রেসক্রিপশনে পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস সদস্যদের নির্বচারে হত্যা করে সন্ত্রাসী আওয়ামী সরকার।

বক্তব্যে প্রধান অতিথি আরও বলেন,অনতিবিলম্বে আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত গনহত্যার বিচার দাবি করেন। তিনি আরও দাবি জানান, এদেশে যাতে সন্ত্রাসী আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে না পারে সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন বাতিল করতে হবে। পাশাপাশি তিনি ৫ ই মে কে শাপলা গনহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি আকবর হোসাইন।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, মহানগরের প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, কলেজ কার্যক্রম সম্পাদক ওয়ালিদ আনসারী, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান প্রমুখ।

Comments (০)
Add Comment