শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি-ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। এরপর নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে নগরীর হেমায়েত উদ্দিন রোডে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, ৫৩ বছর ধরে বহুদল বহু নেতার শাসন আমরা দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের কোন পরির্তন হয়নি। মাঝি যদি নৌযান চালনায় দক্ষ না হয় তাহলে প্রবল ঢেউয়ে যাত্রাও শেষ মাঝিও শেষ। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি। এমন সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিজেকে গঠনের পাশাপাশি আগে থেকেই কাজ করে যাচ্ছে।

ফয়জুল করীম বলেন, ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেত্রেুটারী জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম। সংগঠনের বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।

Comments (০)
Add Comment