সমাজ ও রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে সমতার বিধান চালু করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক

বরিশাল প্রতিনিধি :   “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক  নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ৩ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ভিকটিম সাপোর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এ্যান্ড অপারেশন মোহাম্মদ এনামুল হক বলেন, কর্মস্থল ও পেশায় ইতিবাচক সৌহার্দপূর্ণ পরিবেশ নারীর বিকাশকে নিশ্চিত করে।নারীর গৃহস্থালির কাজকে মর্যাদা,সম্মান ও ইতিবাচক দৃষ্টিতে গ্রহন করতে হবে।নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হতে হবে।নারীর স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য থাকতে হবে।সেজন্য তার নিজস্ব একটি আবাস বা ঘড়বাড়ি থাকতে হবে।আমরা একটি সমতাধর্মী সমাজে বিশ্বাস করি। সমাজ ও রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে সমতার বিধান চালু করতে হবে।নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।তাহলেই সমাজে আমরা সমতার বিধান চালু করতে পারবো।
অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক বলেন, আমাদের স্বাধীনতার ঘোষনা পত্রে সাম্য,মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে।আজকে থেকে আমাদের শপথ নিতে হবে সমাজ ও ব্যাক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সমতার বিধান চর্চা করবো,আর তাহলেই নারীর সাথে আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) নাসরিন জাহানের সঞ্চালনায় উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ আলী আশরাফ,বিএমপি উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মোঃ আবু নাসের,উপ-পুলিশ কমিশনার (ডিবি)মোঃ মনজুর রহমান,বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হাকিম,বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ সাজেদা,আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা রুনা লায়লা,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম ফজলু,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম মোঃ রাসেল,বিএমপি স্টাফ অফিসার মোঃ ইব্রাহীম, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
Comments (০)
Add Comment