সরকারী নির্দেশনা মানা না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

সরকারী নির্দেশনা মানা হচ্ছে না বরিশালে। রাত ৮ টার পর বাতি জ্বালিয়ে দোকানপাট খোলা রাখা হচ্ছে। বুধবার নগরীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, রাত ৮ টার পরও দোকান খোলা রাখা হচ্ছে। এমনকি কাঁচাবাজারগুলোতে বেচাবিক্রি করতে দেখা গেছে।

নগরীর গির্জা মহল্লায় মোবাইলের দোকানগুলো রাত ৮ টার পরও তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া নগরীর ফলপট্টিতে ফলের দোকান গুলোতে ৪-৫টি বাল্ব জ্বালিয়ে রাত ১১ টা পর্যন্ত বেচাকেনা চলছে।

গতকাল রাত ৮টার পর নগরীর সদর রোড, ফকিরবাড়ী, কাটপট্টি, চকবাজার, ফলপট্টি, পোর্ট রোড, বাজার রোড, ফজলুল হক এভিনিউ, নতুন বাজার, চৌ মাথা, বটতলা সহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে দোকানপাট খোলা। সরকার রাত ৮ টার পর কাঁচাবাজার সহ সবধরনের দোকান পাট বন্ধের নির্দেশ দিলেও বরিশালে পুরোপুরি তা মানা হচ্ছে না।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে অনেকেই মনে করেন।

এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, আমরা মাইকিং করেছি। আজও করবো। কাঁচা বাজারসহ সমস্ত দোকানপাট রাত ৮ টার মধ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখতে হবে। এক্ষেত্রে আশা করি ব্যাবসায়ীরা সহযোগিতা করবেন। তারপরও যদি দোকান খোলা রাখা হয় তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে। আমরা আরো ১ থেকে ২ দিন মাইকিং করবো, তারপর দোকান খোলা পেলে ব্যবস্থা নেব।

Comments (০)
Add Comment