নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশাল জেলা স্পিড বোট মালিক ও শ্রমিক ও সমবায় সমিতির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী, বুধবার ডিসি ঘাট শাহী জামে মসজিদে বাদ আসর এই দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্পিড বোট মালিক সমিতির সভাপতি মো: মিলন শেখ,সাধারণ সম্পাদক মো: অহিদুল আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাত ইসলাম তোতা,সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আহসান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও মহানগর বিএনপির সদস্য জুলহাস মাসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন শাহ, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদ ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম, ১০ নং ওয়ার্ড মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক কবির তালুকদার,যুগ্ম আহবায়ক মোঃ সমির,সদস্য সচিব মেহেদি হাসান,যুবদল নেতা মুনসুর উদ্দিন,মিজানুর রহমান,বাবুল আকন প্রমূখ।