সারাদেশে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ৩৯,৩৬৫ টি গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বরিশাল জেলার ৪ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা পাশাপাশি ১৫০১ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন।

 ২২ মার্চ, বুধবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাসহ সারাদেশের সকল উপজেলায় চতুর্থ ধাপের ৩৯ হাজার ৩শ’ ৬৫টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি তিনি বরিশাল জেলার ৪ টি উপজেলাসহ দেশের ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন। এনিয়ে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়ায় ৯টি এবং উপজেলার সংখ্যা ২শ’ ১১টি। জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন শাহে আলম এমপি, পঙ্কজ দেবনাথ (এমপি), নারী সংরক্ষিত এমপি বেগম সৈয়দা রুবিনা আক্তার, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক এসএম আক্তারুজ্জামান, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া ফাতিমা আজরিন তন্বী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  উদযাপনের জন্য মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে ‘‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’’-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনার প্রেক্ষিতে  ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলায় ৫৯৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবার তালিকাভূক্ত করা হয়েছে।

৫৯৩৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে বিভিন্ন পর্যায়ে ৩২৪০ টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করেন।

এসময় প্রধানমন্ত্রীর পক্ষে ৪র্থ পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্র উ‌দ্বোধন শেষে বানারীপাড়া উত্তরপাড় আশ্রায়ণ প্রকল্পের ভূমিহীন-গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান করেন অতিথিরা। বরিশাল জেলার ৪ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘেষণা করা হয়েছে। উপজেলা সমূহ হলো বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জ। ৪র্থ পর্যা‌য়ে ব‌রিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫০১টি পরিবার জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বরিশাল জেলার উপজেলা সমূহের গৃহ হচ্ছে বরিশাল সদর ৪৪ টি, বাকেরগঞ্জ ২৭৭ টি, মেহেন্দিগঞ্জ ১৭৩ টি, উজিরপুর ১৮২ টি, বানারীপাড়া ১৪২ টি, গৌরনদী ৩৪১ টি, মুলাদী ৪৫ টি, বাবুগঞ্জ ১৩০ টি, হিজলা ১২৭ টি, আগৈলঝাড়া ৪০ টি মোট ১৫০১ টি গৃহ। অসমাপ্ত বাকি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।

এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি এক অনন্য মানবিক উদ্যোগ, এর মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায়, জনগোষ্ঠির পুনর্বাসন হবে ও আয়বর্ধক কর্মকান্ড সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূর হবে।

এ প্রকল্পের আওতায় জেলার উপকারভোগী পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সক্ষম হয়।

এ প্রক্রিয়ায় দেশে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

Comments (০)
Add Comment