অনলাইন ডেস্কঃ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। কিন্তু মাত্র ৫২ বছর বয়সে হঠাৎই থেমে গেল তাঁর জীবনযাত্রা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি।
উদ্বোধনী দিনের মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
মৃত্যুর মাত্র এক দিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে।
উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’
উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।
‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে গোটা ভারতর্ষের নজর কেড়ে নিয়েছিলেন জুবিন গর্গ। যা ছড়িয়ে পড়েছিল সীমানা পেরিয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমীর কণ্ঠে।
মৃত্যুর আগে শেষ পোস্টে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’ সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ডাইভিং চলাকালীন হঠাৎ জ্ঞান হারান জুবিন। উদ্ধারকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি। আবারও মাথায় গুরুতর আঘাত পান তিনি, যা আগের চোটের জায়গার সঙ্গে মিলে যায়।
চিকিৎসকদের মতে, মৃগীরোগে আক্রান্ত কারও জন্য পানির নিচে যাওয়া ভয়াবহ ঝুঁকিপূর্ণ, কারণ হঠাৎ খিঁচুনি দেখা দিলে প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে ওঠে।