সিরাজগঞ্জে ২৫টি বাড়িঘর যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে

অনলাইন ডেস্ক:  বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের আরকাদি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ চার গ্রামে অন্তত ২৫টি বাড়িঘর যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে এসব পরিবারের লোকজন সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

শুক্রবার (২০ মে) সকালে ওই এলাকা ঘুরে দেখা যায়, মানুষজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন। এসব জিনিসপত্র খোলা আকাশের নিচে জড়ো করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে তারা আহাজারি করছেন।

জালালপুর গ্রামের আলহাজ আলী, কামরুল ইসলাম, মহির মেম্বার, লালচাঁন, আকসেদ আলীসহ কয়েকজন বলেন, বহস্পতিবার (১৯ মে) রাতে ঝড়-বৃষ্টির সময় যমুনা নদীতে প্রচণ্ড ঢেউ শুরু হয়। এতে মুহূর্ত যমুনা পাড়ের ২৫টি বাড়িঘর রাতের অন্ধকারে নদীগর্ভে বিলীন হয়ে যায়। জীবন নিয়ে সবাই বাড়িঘর থেকে বের হতে পারলেও জিনিসপত্র রক্ষা করতে পারেননি। চোখের সামনে সব নদীত তলিয়ে যায়।

এ বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, তিনি স্থানীয় ইউপি মেম্বারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সাহায্য-সহযোগিতা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উনয়ন বোর্ডকে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ইউনিয়ন পরিষদে সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে।

Comments (০)
Add Comment