স্টাফ রিপোর্টার॥ রক্তদানের অপেক্ষায় বরিশাল (আরওবি) সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, বরিশালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে এতিম ও অটিস্টিক ১৮০ জন শিশু, কিশোর-কিশোরীসহ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনটি মানবিকতা ও সম্প্রীতির আবহ তৈরি করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মোহাম্মাদ আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ.কে.এম আক্তাতারুজ্জামান তালুকদার (মামুন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার। এছাড়া আরওবি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন, শুভ আচার্য্য, বায়জিদ হোসেন রনি, মুসা এবং তানজিন নাহার বৃষ্টি উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা আরওবি’র মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আনন্দ আয়োজন।
মানবসেবামূলক এই আয়োজনকে ঘিরে সবার মাঝে ছিল উৎসবমুখরতা। মানবতার সেবায় আরওবি ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করে।