হাতীবান্ধায় ছয় দপ্তরে নেই পূর্ণাঙ্গ কর্মকর্তা, দুর্ভোগে জনসাধারণ

মাজারুল ইসলাম-লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর নির্ভর করে। দীর্ঘদিন ধরে এসব পদে পূর্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে স্থায়ী নিয়োগ না থাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাধারে এত দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনিক কাজের গতি মন্থর হয়ে পড়েছে। একইভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তাসহ অন্তত ছয়টি দপ্তরে চলছে ভারপ্রাপ্ত দিয়ে কার্যক্রম।

ফলে গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন বিলম্বিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। দ্রুত পূর্ণাঙ্গ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাপ্রার্থী সাধারণ মানুষ।

হাতীবান্ধা উপজেলার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, এসিল্যান্ড না থাকায় জমি খারিজের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একজন ইউএনও’র কাঁধে অনেক দায়িত্ব থাকে। তিনি কীভাবে একাই এত কাজ সামলাবেন?

গড্ডিমারী এলাকার আব্দুর রহিম বলেন, হাতীবান্ধা উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তর দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, অনেক দপ্তরেই আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে কাজ চালাচ্ছি। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও জনগণের সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন কেউ হয়রানির শিকার না হয়।

Comments (০)
Add Comment