ডেস্ক নিউজঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন,১২ ফেব্রুয়ারী আমাকে বিজয় করবেন ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাবেন।আমি নির্বাচিত হলে আমার এলাকায় কোন মিথ্যা মামলা থাকবে না,কেউ জুলুমের শিকার হবে না।
২৫ জানুয়ারী,শনিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভায় গনসংযোগ ও পথসভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, আমরা দূর্নীতিমূক্ত ও কুরআন সুন্নাহ ভিত্তি সমাজ গঠন করবো যেখানে সকলে তার অধিকার পাবে।জনগণের এক টাকাও চুরি হবে না।জনগন চাঁদাবাজ এবং শরিয়াহ আইন চায়না তাদের প্রত্যাক্ষান করেছে।
পরিশেষে বিভিন্ন এলাকায় গণমানুষের সাথে সাক্ষাৎ করেন এবং পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।