১৬ বছর পর নিজস্ব ঠিকানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ

‍নিজস্ব প্রতিবেদক:
 প্রতিষ্ঠার ১৬ বছর পরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট ৮৬ কক্ষের নিজস্ব ভবনে উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স।
নগরীর বান্দ রোডে প্রায় ৯৯ হাজার বর্গফুটের এ ভবনে প্রাথমিকভাবে ৬টি দপ্তরের ৪ শতাধিক পুলিশ সদস্য সেবা প্রদান করছেন। ফলে কম সময়ে সেবা পাচ্ছেন সেবাগ্রহিতরা। পাশাপাশি সাশ্রয় হচ্ছে ভাড়া বাবদ বছরে ব্যয় হওয়া তিন কোটি টাকা।
পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি আমরা নতুন ভবনে উঠেছি। শীঘ্রই আইজিপি বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’
জানা গেছে, নবনির্মিত এ ভবনের কাজ গত বছর জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা করোনার কারনে বিলম্ব হয়। নতুন ভবনে ৬টি দপ্তর সেবা কার্যক্রম শুরু করলেও গুরুত্বপূর্ণ আরও অন্তত ৭টি দপ্তর এখনও ভাড়া বাড়িতে রয়েছে।
 নতুন ভবনে অনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর এ দপ্তরগুলোর নির্মাণ কাজও শুরু হতে পারে বলে জানা গেছে।
Comments (০)
Add Comment