২য় বর্ষের ফরম ফিলাপের অতিরিক্ত ফি, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ ফরম ফিলাপের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই ২য় বর্ষের ফরম ফিলাপের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। এটি আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে। অতিরিক্ত এই ফি দেওয়ার মত অনেক শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে পড়েছে। আমরা মনে করি এই ফি বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষাবিরোধী এবং অবিলম্বে প্রত্যাহার করা উচিত।

এসময় শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, আমাদের এ ফরম ফিলাপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, শিক্ষার্থীদের সামর্থ্য বিবেচনা করে ফি নির্ধারণ, অতিরিক্ত চার্জ করে এ ধরনের অযৌক্তিক নিপীড়ন অবিলম্বে বন্ধ করা, মানোন্নয়ন ফি’র পরিমাণ সর্বোচ্চ ৩০০ টাকা করা, ফলাফল পুনঃনিরীক্ষন ফি ১০০ টাকা করা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা করা, শিক্ষার্থী অনুপাতে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা, ৬০% উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক, যানবাহন, আবাসন ব্যবস্থা এবং ক্লাস রুমের ব্যবস্থা করা, অবকাঠামোর উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষার্থী অনুপাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, এই দাবিগুলো দ্রুত আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বিভাগীয় কর্মসূচি দেওয়া হবে।

বরিশালে ২য় বর্ষের ফরম ফিলাপের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Comments (০)
Add Comment