নিজস্ব প্রতিবেদকঃ পাওনা টাকা নিয়ে দ্বন্ধে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা হাসিনা বেগমকে হত্যা। ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করলো বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
- হত্যাকান্ডে অভিযুক্ত মোঃ ফিরোজ হাওলাদার (৩৬) কে প্রেপ্তার করেছে পুলিশ।০৫ফেব্রুয়ারি,বুধবার বিএমপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়,সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল ০২ নং ওয়ার্ড চরকাউয়া খাঁনবাড়ীর পিছনের খাল থেকে স্থানীয়দের সহায়তায় হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে বন্দর থানা পুলিশ।
নিহত হাসিনা বেগম চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ওমর আলীর স্ত্রী।নিহতের ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
- পুলিশ আরও জানায়, মামলার এজাহারের ভিত্তিতে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন এর নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ক্লু-লেস হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন সহ হত্যা মামলার অভিযুক্ত মোঃ ফিরোজ হাওলাদার(৩৬) কে গ্রেফতার করেন। এসময় অভিযুক্তের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত ১ টি মোবাইল ফোন,২টিস্বর্ণের চেইন,২টি আংটি,এক জোড়া কানের দুল এবং এক জোড়া হাতের বালা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফিরোজ জানায় পাওনা টাকা নিয়ে ভিকটিম হাসিনা বেগমের সাথে বাক বিতন্ডা হলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করে। হত্যার পর হাসিনার মরদেহ গুম করার জন্য খালের পানিতে ফেলে দেয়।