৫ দিনে মেলায় নতুন ৩৬৩ বই

অমর একুশে বইমেলার মাত্র পাঁচদিন পেরিয়েছে। এ পাঁচ দিনে মেলায় এসেছে নতুন ৩৬৩টি বই। এর মধ্যে প্রথম দিন কোনো নতুন বই না এলেও দ্বিতীয় দিনে ১৮টি, তৃতীয় দিনে ৬১টি, চতুর্থ দিনে ১৪১টি ও পঞ্চম দিনে নতুন বই এসেছে ১৪৩টি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫ দিনে মেলায় নতুন ৩৬৩ বই

মেলার পঞ্চম দিন শনিবার আসা নতুন ১৪৩টি বইয়ের মধ্যে উপন্যাস ২৮টি, গল্প ২০টি, উপন্যাস ১৮টি, প্রবন্ধ নয়টি, মুক্তিযুদ্ধ সাতটি, বঙ্গবন্ধু ছয়টি, বিজ্ঞান চারটি, জীবনী পাঁচটি, শিশুসাহিত্য পাঁচটি, সায়েন্স ফিকশন চারটি, ছড়া তিনটি, ভ্রমণ তিনটি, ধর্মীয় একটি, অনুবাদ একটি ও অন্যান্য ২৪টি।

৫ দিনে মেলায় নতুন ৩৬৩ বই

বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে আগামী প্রকাশনী, শ্রাবণ প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, আদর্শ, মানুষ প্রকাশনী, কথাপ্রকাশ, মিজান পাবলিশার্স, শোভা প্রকাশ, পাঞ্জেরি পাবলিকেশন এগিয়ে আছে। এসব প্রকাশনী মেলার প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি নতুন বই প্রকাশ করেছে।

এ বছর বইমেলার অংশ নিয়েছে প্রায় ৭০০ প্রতিষ্ঠান। তবে মেলার পঞ্চম দিন পর্যন্ত ৫০০টি প্রতিষ্ঠান নতুন কোনো বই প্রকাশ করেনি।

৫ দিনে মেলায় নতুন ৩৬৩ বই

অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) মেলা শুরু হবে দুপুর ২টায়। শেষ হবে রাত ৯টায়। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিশ্বশান্তি” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন জালাল ফিরোজ ও খান মাহবুব প্রমুখ।

Comments (০)
Add Comment