৭ই মার্চে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৭ মার্চ) সকালে নগরির বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী এইচ এম আবদুর রহমান, আফজাল হোসেন, রাফাত ইবনে মোর্শেদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। যা জাতিসংঘ স্বীকৃত দিয়েছে। আমাদের এই দিনটিকে স্মরণ রাখতে হবে এবং নতুন প্রজন্মের জাতির পিতা মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করতে হবে।

Comments (০)
Add Comment