Take a fresh look at your lifestyle.

অনলাইনে গেম খেলে প্রেমের সম্পর্কে অর্থ-স্বর্ণালংকার খোয়াল তরুনী

১৯

নিজস্ব প্রতিবেদকঃ  অনলাইন প্লাটফর্মে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিলো দুই প্রতারক। ভূক্তভোগী তরুণী শ্রুতি রাণী পাল (১৭) ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। 

এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বরিশালের রহমতপুর এলাকা থেকে অভিযুক্ত প্রেমিক নাফিজুর রহমানসহ (২২) দুই সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।

১৩ ডিসেম্বর,শুক্রবার এই তথ্যটি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।

উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা জানান,মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার মাধ্যমে পরিচয়ে ‘প্রেমের’ সম্পর্কে প্রতারক চক্রের খপ্পরে পরে ২১ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা খুইয়েছেন ঢাকার তরুণী শ্রুতি রাণী পাল (১৭)। গত মঙ্গলবার শ্রুতির কাছ থেকে ২১ ভরি ২ আনা স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় নাফিজুর। এছাড়াও বিভিন্ন সময়ে নগদ ও বিকাশ একাউন্টের মাধ্যমে শ্রুতির কাছ থেকে আরও ৩৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১১ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার শ্রুতির কাছ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভূক্তভোগী বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালংকার, নগদ অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন শ্রুতি রাণী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বিএমপির এয়ারপোর্ট থানা এলাকার বাবুগঞ্জের পশ্চিম পাংশা এলাকার মিজানুর রহমানের ছেলে নাফিজুর রহমান (২২) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকার শামিউল আলমের ছেলে শফিউল আলম প্রিন্স (২৩)।

 

Leave A Reply

Your email address will not be published.