Take a fresh look at your lifestyle.

অলিম্পিক সিমেন্ট লিঃ গৌরবের ২০ বর্ষপূর্তি উদযাপন

৫৬৬

বরিশাল প্রতিনিধি:
বরিশাল তথা দক্ষিন বাংলার একমাত্র সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট লিঃ এর সৌজন্যে গৌরবের ২০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার দিনব্যাপী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনারম্ভর এবং জমকালো আয়োজনে এ্যাংকর ও অলিম্পাস সিমেন্ট ব্র্যান্ডের ব্যবসায়ী বৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও বিক্রয় বিভাগের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় অলিম্পিক সিমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান জুলিয়া রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান ও বিক্রয় বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা মো. ইমাম ফারুক সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগন ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নতুন বছরের সিমেন্ট ব্যবসায় প্রশার ও কোম্পানির বিক্রয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

 

মতবিনিময় সভা শেষে অলিম্পিক সিমেন্ট লিঃ এর ২০ বর্ষপূর্তিতে কেক কাটেন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বিক্রয় বিভাগের প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা।

Leave A Reply

Your email address will not be published.