স্টাফ রিপোর্টার: আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর পোর্ট রোডস্থ মৎস্য ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি মাহমুদুল্লাহ খান মামুন বলেন- আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগ রাজনিতীর সাথে জরিত ছিলাম। আমার কাছে যে যখন আশে আমি সর্বদা ভালো কিছু করার চেষ্টা করেছি। বরিশাল সদর উপজেলার প্রত্যান্ত অঞ্চলে উন্নয়নের চেষ্টা করব এটাই আমার প্রতিশ্রুতি। আমি সব সময় মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। আমার প্রত্যাশা সকলের সহায়তা পেলে সদর উপজেলাকে আধুনিক রূপ দিতে পারবো।
বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাহিদ হোসাইন জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক মির্জা আউয়াল হোসন অরুন, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন বাবুল, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি খান মোঃ হাবিব, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হালিম সরদার, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সোহেল সরদার, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ মহসিন, কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক চান মিয়া, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো: ভুট্টু, চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো রাসেল প্রমূখ।