Take a fresh look at your lifestyle.

ইসকনকে নিষিদ্ধের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

৩১

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সংগঠনের বৈঠকে এ দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ধর্মবর্ণ নির্বিশেষে এক হয়ে লড়াই করেছি। গণবিপ্লব পরবর্তী সময়েও হিন্দুদের সর্বোচ্চ ধর্মীয় উৎসবে মুসলিম ধর্মাবলম্বীরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ আজ প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়ে আদালত পাড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে পৈশাচিক কায়দায় হত্যা, মসজিদ ভাংচুর ও মুসল্লিদের ওপর হামলা চালিয়ে ইসকন নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারও প্রমাণ করেছে।

অনতিবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

তিনি আরও বলেন, ক্ষমতালিপ্সুদের আধিপত্য বিস্তারের চেষ্টা প্রতিহত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এমতাবস্থায় সন্ত্রাসবাদীরা যেন আমাদের সে গৌরব ধ্বংস করতে না পারে সে বিষয়ে দেশের ছাত্র-জনতাকে সজাগ থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পতিত ফ্যাসিস্ট ও দেশবিরোধীদের সকল চক্রান্ত এবং পাতানো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.