নিজস্ব প্রতিবেদকঃ ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন বরিশাল জেলা প্রশাসন।
২১ জুন, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার বিভিন্ন অংশে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নির্দেশনায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন। দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৭টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।