Take a fresh look at your lifestyle.

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনের অংশ নেওয়া জনগনের দায়িত্ব

বিশেষ প্রতিবেদকঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। এ ধারাবাহিকতায় দরকার গণতান্ত্রতিক সরকার। তাই জনগণের দায়িত্ব নির্বাচনে অংশগ্রহণ করা। সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা সাধারন জনগণকে নির্বাচনে অংশগ্রহন করার জন্য আহ্বান জানান।

ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্ববধায়নে
কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম বলেন, ১৯৯৬ সালে নির্বাচন ইশতেহারে জনগণকে দেয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন। গত কয়েক দশকে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন হয়েছে।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উন্নয়ন ও গণতন্ত্র এই দুই বিষয় মূলত একই। গণতন্ত্র সুসংহত হবে যদি উন্নয়ন সঠিকভাবে আমরা করতে পারি। আবার গণতান্ত্রিক সমাজই দেশকে উন্নয়নের দিকে যেতে পারে। একটি বিশৃংখল সমাজ সামনের দিকে যেতে পারে না।

অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, সংবিধানে ২৬ নং অনুষদে বলা আছে, নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। তিনি সাধারন জনগণকে নির্বাচনে অংশগ্রহন করার জন্য আহ্বান জানান।

অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলনে, গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বিগত বছরগুলতে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের কথা তুলে আরো ধরে বলেন, উন্নয়ন অব্যাহত রাখার জন্য দরকার গণতান্ত্রতিক সরকার। তাই জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার কথা তিনি উল্লেখ করেন।

সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, গণতান্ত্রিক অবস্থা যদি একটা দেশে না থাকে তবে উন্নয়ন বা সুসম উন্নয়ন সম্ভব নয়। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন এ ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনের বিকল্প নাই।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহ আব্দুল লতিফ, সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), মোঃ আবু ইউসুফ মিয়া, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্তসহ আরও অনেকে। সেমিনারে মিডিয়া পার্টনার ছিল প্রেস এক্সপ্রেস।

Leave A Reply

Your email address will not be published.