Take a fresh look at your lifestyle.

কক্সবাজার সৈকত এলাকায় র‌্যাবের হাতে  ৪ ছিনতাইকারী আটক

৬০

অনলাইন ডেস্ক: কক্সবাজারে সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে ছুরি ও ক্ষুরসহ চারজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব ।

বুধবার (১৬ মার্চ) দুপুরে  বিষয়টি জানিয়েছেন র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

আটকৃতরা হলেন- কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগানের গোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার পালংখালীর বালুখালীর লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩), হলদিয়াপালংয়ের পাগলিরবিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১) ও একই ইউনিয়নের মরিচ্যা এলাকার সৈয়দ আলমের ছেলে সাইফুল (২০)।

 

র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক বিল্লাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইসের বিপরীতে ঝাউবনের ভেতরে অভিযান পরিচালনা করে র‌্যাব -১৫ এর একটি দল। টের পেয়ে কয়েকজন ব্যক্তি পলানোর চেষ্টাকালে দ্বীন মোহাম্মদ, সোহেল, ওবাইদুল ও সাইফুলকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র‌্যাব  কর্মকর্তা।

 

 

Leave A Reply

Your email address will not be published.