Take a fresh look at your lifestyle.

কারামুক্ত হয়ে বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: কারামুক্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাসরি বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা জানান। এ সময় দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গুলশান কার্যালয়ে নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ মতিন খান, নিপুণ রায় চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আঁকিল, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বিকালে জামিনে কারামুক্ত হন মির্জা ফখরুল। এ সময় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাফটকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Leave A Reply

Your email address will not be published.