Take a fresh look at your lifestyle.

কোটা বৈষম্য নিরসনের দাবীতে বরিশাল নগরী অচল

নিজস্ব প্রতিবেদকঃ কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরী অধিবেশন আহবান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল নগরীর প্রানকেন্দ্র সদর রোডে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

১৪ জুলাই,রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর রোডস্থ কাকলীর মোড়ে এই অবরোধ কর্মসূচী পালন করেন বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।

এ সময় নগরীতে বিশাল যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পরে জনসাধারন অচলাবস্থা হয়ে পরে পুরো নগরী।এর প্রভাবে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের যানবাহনেও দেখা দেয় ধীরগতি।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক।

অবরোধ শেষে শিক্ষার্থীরা নগরীর ফজলুল হক এভিনিউ থেকে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

Leave A Reply

Your email address will not be published.